সাধারণত কিছু কিছু রোগে আক্রান্ত হলে মহিলাদের সঙ্গম এরসমস্যা গুলো দেয় । এই রোগ গুলো হলো
হৃদ রোগ
উচ্চ রক্ত চাপ বা হাইপারটেনশন
এন্ডোক্রাইন বা হরমোনের সমস্যা (যেমন ডায়াবেটিস , হাইপোপ্রলাকটিনোমিয়া ইত্যাদি)
নিউরোলজিকাল রোগ (যেমন স্ট্রোক , মেরুদন্ডের রজ্জু বা স্পাইনাল কর্ডে আঘাত)
বড় কোনো সার্জারি করা বা আঘাত পাওয়া
কিডনি রোগ
লিভার রোগ
মানসিক চাপ বা বিভিন্ন মানসিক ব্যধি
এছাড়া কিছু কিছু অসুধ সেবনের কারনেও এমন সমস্যা দেখা দেয় ।
এসব সমস্যা হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত । Behavioral modification এবংকিছু অসুধ (যেমন হরমোন) এবং কিছুকিছু ডিভাইস ব্যবহারের মাধ্যমেও এসকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ।
♥♥♥♥সমাপ্ত♥♥♥♥
No comments:
Post a Comment