Tuesday, November 6, 2012

যৌন রোগ বনাম যৌন সমস্যা ডা. এ এইচ মুস্তাফিজুর রহমান ২



শুরু হয় আরও উদ্বিগ্নতা ও হতাশারএরি মধ্যে হযত অবিভাবকরা বিবাহের জন্য পীড়াপিড়ি করেকিন্তু সুকৌশলে সে বিবাহ এড়িয়ে চলেশুরু করে বিভিন্ন অবৈজ্ঞানিক চিকিৎসাফলাফলও হয় অনেকটাই ব্যর্থতারফলে সে এক কঠিন বৃত্তাকারে আবদ্ধ হয়ে পড়েযতই চেষ্টা করে এর থেকে সহজে বেরিয়ে আসতে পারে নাআসলে এটা সুস্থ যৌনতার লক্ষণ নয়
আর একটি ব্যাপার লক্ষণীয় তা হলো ছেলেদের বিয়ের আগেমনের মধ্যে যেটি বেশি কাজকরে তা হলো স্ত্রীর সাথে তার যৌন সম্পর্ক নিয়েঅথচ যৌন সম্পর্ক ছাড়াও স্ত্রীর সাথে তার আরও অনেক কিছু থাকতে পারে তা মনে করতে পারে নাফলে এক্ষেত্রে যৌনতা নিয়ে অতিরিক্ত চিন্তা করে উদ্বিগ্ন হয়ে পড়েযার প্রতিফলন গিয়ে পড়ে বিবাহোত্তর যৌন সম্পর্কের ওপরযৌন সম্পর্ক থেকে স্ত্রীর সাথে ভালোবাসার সম্পর্কওআরও অধিক গুরুত্বপূর্ণকান টানলে যেমন মাথা আসে তেমনি বিবাহের পর একটি ছেলে ও মেয়ের মধ্যে পরিপূর্ণ ভালোবাসাই পরবর্তীতে ভালো যৌনসম্পর্ক গড়ে উঠতে সাহায্য করেআসলে ভালোবাসা এবং যৌনতা একটি আরেকটির পরিপূরকএকটি বাদ দিয়ে আরেকটি কখনোই ভালোভাবে হবে নাসুস্থ যৌন জীবনের জন্য ভালোবাসার সুসম্পর্ক অপরিহার্যসুস্থ যৌনতারজন্য স্ত্রী এবং পুরুষের উভয়ের সমান সমান ভূমিকা রয়েছেকিন্তু আমাদের দেশে সংস্কৃতিগত কারণে নারী-পুরুষ তাদের যৌন সম্পর্ক নিয়ে খোলামেলা হতে পারে নাবেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাই লাজুক হয়ে থাকে অবশ্য সঠিক যৌনশিক্ষার অভাবে এমনটি হয়ে থাকেতবে আশার কথা শিক্ষিত ছেলে মেয়েদের মধ্যে অবস্থার কিছুটা উন্নতি পরিলক্ষিত হচ্ছেপর্যাপ্ত যৌন শিক্ষা থাকলে এক্ষেত্রে স্ত্রীরসহায়ক ভূমিকা রাখতে পারে
ছেলেদের ক্ষেত্রে লিঙ্গ নিয়ে কিছু অবাস্তব চিন্তা-ভাবনা, প্রস্রাবের আগে পরে ধাতু যাওয়া, স্বপ্নদোষ, হস্তমৈথুনসহ বিভিন্ন ভিত্তিহীন কারণে অসুস্থ যৌন চিন্তা বাসা বাঁধে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেইফলশ্রুতিতে তারা বিভিন্নসমস্যায় ভোগে
মেয়েদের ক্ষেত্রে যৌন সমস্যার অনেক কারণ থাকতে পারেযৌন শিক্ষার অভাব, ছোট বেলায় যৌন নির্যাতনের শিকার, যৌন বিষয়ে স্বামীর সাথে খোলামেলা আলাপে লাজুকতা, বিভিন্ন মানসিক অশান্তি, পছন্দের পাত্র না পাওয়াসহ নানাবিধ কারণে যৌন সমস্যার সৃষ্টি হতে পারেসুপ্রিয় পাঠকবৃন্দ যৌন সমস্যা প্রাপ্তবয়স্ক নর-নারীর সময়মত এবং সঠিকভাবে বলতে না পারার মত বিরাট সমস্যা একবার ৪৫ বছরের তিন সন্তানের জননী বিভিন্ন কথায় যাকে আক্ষেপ করে আমাকে বলেছিলেন দীর্ঘ বিবাহিত জীবনে যৌন সুখ বলতে কি বোঝায় তা আমি কিছুই বুঝতেপারলাম নাবিভিন্ন প্রশ্নের মাধ্যমে বুঝতে পেরেছিলাম তার স্বামীর যৌন সমস্যা ছিললজ্জার কারণে কোনো চিকিৎসকের নিকট যাননি এবং কোনো চিকিৎসাও করাননিআসলে সব চিকিৎসকেরই রোগী বা রোগীনীর যৌন সমস্যা আছে কি না প্রশ্ন করে জানা উচিতরোগীরাও লজ্জা পায় কিন্তু ক্ষেত্র বিশেষে অনেক চিকিৎসকও এ ধরনের প্রশ্ন করতে সংকোচবোধ করেন
পাঠকবৃন্দ আশা করি যৌন রোগ এবং যৌন সমস্যা এক নয়, আলাদা দুটো সমস্যা তাএতক্ষণে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেনএখন ভেবে দেখুন আপনি কি যৌন রোগে ভুগছেন না যৌন সমস্যায় ভুগছেন? যদি মনে করেন যৌন সমস্যায় ভুগছেন তবে বিভিন্ন অবৈজ্ঞানিক চিকিৎসা নিয়ে অর্থের অপচয় করবেন নাকারণ যৌন সমস্যার সমাধানের জন্য ওষুধের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ নয়সময়মত সাইকোথেরাপি বা সেক্স থেরাপির মাধ্যমে যৌন সমস্যা সমাধান সম্ভবঅহেতুক দুশ্চিন্তা পরিহার করে সুস্থ চিন্তা ভাবনা করুন প্রয়োজন হলে যৌন সমস্যা বিশেষজ্ঞের পরামর্শ নিন
মনোজগত
♥♥♥♥
সমাপ্ত♥♥♥♥

No comments:

Post a Comment