Tuesday, November 6, 2012

স্ত্রীকে ভালোবাসুন সুখী হবেন -আরিফ মাহমুদ সাহাবুল



একজন সুন্দর মনের সুন্দর গুণেরঅধিকারী স্ত্রী সংসারকে তার নিজের আলোয় আলোকিত করে তুলতে পারে, সাজিয়ে তুলতে পারে সংসার জীবনকে সুখের স্বর্গীয় বাগানেরমতো করেতবে এই কাজের জন্য দরকার প্রেমিক স্বামীর স্ত্রীরপ্রতি ঐকান্তিক মায়া-মমতা ও সুগভীর ভালোবাসা...
পৃথিবীর মাঝে সবচেয়ে মধুর সম্পর্ক হল স্বামী স্ত্রীর সম্পর্ক অবশ্য এই সম্পর্কের মাঝে থাকতে হয় গভীর ভালোবাসা, সত্য সুন্দর ভালোবাসাবিজ্ঞানবলে ভালোবাসাই একটি নারী ও একটি পুরুষের মাঝে হৃদয়ের অটুটবন্ধন তৈরি করে দেয়, তৈরি করে সাংসারিক বন্ধনভালোবাসা ব্যতীত কোনো সাংসারিক জীবন, দাম্পত্য জীবন কখনই সুখের হয় না
স্বামী ও স্ত্রী একে অন্যের পরিপূরকএকজনকে বাদ দিয়ে অন্যজন শূন্য ফাঁকাএকজনকে বাদ দিয়ে অন্যজনকে ভাবাই যায় নাযে কোনো সংসারেই সাবলীল ও মধুর আনন্দ বজায় রাখতে হলে দরকার দুজন দুজনার ঐকমত্যঅবশ্য এই ঐকমত্য সবসময় সর্বক্ষেত্রেই সমান হতে হবে এমন কোনো কথা নেইআসল কথা হল দুজন দুজনার সংসার জীবন কিভাবে সুখ সমৃদ্ধতায় ভরিয়ে তোলা যায়, কি করলে দুজনার মাঝে মনের আদান-প্রদান চমৎকারভাবে অক্ষুণ্ন রাখা যায় সে ব্যাপারেই ঐকমত্য থাকার চেষ্টাকরতে হয়
একজন সুন্দর মনের সুন্দর গুণেরঅধিকারী স্ত্রী সংসারকে তার নিজের আলোয় আলোকিত করে তুলতে পারে, সাজিয়ে তুলতে পারে সংসার জীবনকে সুখের স্বর্গীয় বাগানেরমতো করেতবে এই কাজের জন্য দরকার প্রেমিক স্বামীর স্ত্রীরপ্রতি ঐকান্তিক মায়া-মমতা ও সুগভীর ভালোবাসা
স্ত্রীকে স্বামীর বোঝার চেষ্টাকরতে হবে বুঝতে হবেমনে রাখবেন আপনার প্রিয়তমা স্ত্রীকে আপনি যত বেশি বুঝবেন তত বেশিই তার ভালোবাসা উপলব্ধিকরতে পারবেন, তত বেশি সংসার জীবনে সুখী হতে সক্ষম হবেনসুখ সবসময় নিজে থেকে এসে ধরা দেয় না তাকে ধরতে হয়, তৈরি করে নিতে হয় চমৎকার রূপেতাই এজন্য স্বামী স্ত্রীর দুজনার মাঝে থাকতে হয় প্রচুর আত্মবিশ্বাস ও বনিবনা এবং সুনিপণ ঝলমলে বিকশিত প্রগাঢ় ভালোবাসা
স্ত্রীর কথা ও কাজকে গুরুত্ব দেয় বুদ্ধিমান ও রোমান্টিক স্বামীরাতারা জানে যে, স্ত্রীকে হেয় করে দেখলে বা তার কথা বা কাজকে অবহেলা করলে কিংবা গুরুত্ব না দিলে তা কখনই মঙ্গল ডেকে আনবে নাআপনি আপনার দৈনন্দিন জীবনে আপনার স্ত্রীকে একজন সহধর্মিনী একজন খাঁটি বন্ধু হিসেবে গ্রহণ করে নিনএতে করে সে আপনার প্রতি আরো বেশি আন্তরিক ও আরো বেশি সহানুভূতিশীল হয়ে উঠবে, হয়ে উঠবে বিশ্বস্ত জীবন সঙ্গিনী
মনোবিজ্ঞান বলে ছোট বড় যে কোনো ধরনের কাজ করার আগে নিজের স্ত্রীর সাথে তা খোলা মনে আলাপ আলোচনা বা পরামর্শ করে নিলে সে কাজে সুফল আসবে কর্ম উদ্দীপনা প্রস্ফুটিত হবে
হয়ত কোনো কাজের মধ্যে বা কোনো পদক্ষেপে ভুল লুকিয়ে আছে সে ভুলটি হয়ত আপনার স্ত্রী আপনাকেদেখিয়ে দিতে সাহায্য করতে পারেএতে করে আপনি হয়ত আসন্ন অনেক উটকো ঝামেলা বা অবাঞ্চিত বিপদ থেকে রক্ষা পেতে পারেন বা তার জন্য আগেভাগেই মানসিকভাবে নিজেকে তৈরি করে রাখতে পারেনএতে করে আপনার মন চাপমুক্ত হতে পারবে, টেনশন লাঘব হবে
স্বামী-স্ত্রীর মিলিত ভালোবাসা মিলিত বুদ্ধি ও চিন্তা ভাবনার সমন্ব্বয়েই একটিছোট সুখের সংসার জীবন গড়ে উঠতে পারেআর স্ত্রীর ওপর কখনই অযথা রাগ করা উচিত নয়কারণ অসুন্দর রাগ প্রিয়তমা স্ত্রীর সুন্দর আবেগ অনুভূতিকে দারুণভাবে নষ্ট করে দিতে পারেএতে করে ঝরঝরে, সতেজ, প্রাণবন্তমায়া-মমতাও একসময় পানসে হয়ে যেতে পারেযা কিনা কখনই কারো কাম্য হওয়া উচিত নয়
শেষ কথা
সাইকোলজিক্যাল সাইন্স বলে আপনিপ্রেমিক স্বামী হিসেবে স্ত্রীরপ্রতি আপনার মনের আবেগ-অনুভূতি, কামনা বাসনা, আকাক্ষা প্রকাশ করুনতা শুধু নিজের মনের মধ্যেই লুকিয়ে রাখবেন না যেনআপনি প্রতিদিনইআপনার আদরের প্রাণপ্রিয় স্ত্রীর প্রতি কথা বার্তা, গল্পগুজব, দুষ্টামি, আকার, ইঙ্গিত, সপর্শ, চুমো ইত্যাদি নানাভাবে আপনার ভালোবাসা প্রকাশ করুনছড়িয়ে- ছিটিয়ে দিন আপনার অন্তরের লুকানো অনুভূতিতাকে জানান যে, আপনি তাকে কত বেশি ভালোবাসেন, কত বেশি ফিল করেন, কত তাকে একাকীত্ব মিস করেন
সুযোগ পেলেই আপনার প্রিয়তমা স্ত্রীকে কাছে টেনে নিন, বুকে জড়িয়ে ধরে মিষ্টি করে একটা চুমো দিয়ে তাকে বলুন জান! আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি তো আমার সব কিছু, তুমি নেই তো কিছুই নেই, তুমি আমার আত্মা আমার কলিজার টুকরা, আমার সাথী, আমার সুখ, আমার জীবন তুমি
দেখবেন আপনার আদরের স্ত্রীও আপনাকে অনুরূপভাবে বুকে জড়িয়ে ধরবে, আপনাকেও সে আদর ভরে প্রচুর মমতা দেবে, সুখ দেবে ভালোবেসে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবেআর এভাবেই আপনাদের দুজনার দুটি হৃদয় মাঝে ভালোবাসার সুখ শিহরণ ছড়িয়ে পড়বেদুটি মন একাত্ব হবে, মিশেথাকবে জীবন ভর

♥♥
               Home Page

No comments:

Post a Comment