১ - আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেন
কিন্তু তাঁর আদেশ পালন করেন না। ২ - মুখে বলেন মুহাম্মদ (সাঃ) কে ভালবাসি কিন্তু তাঁর সুন্নতের অনুসরণ করেন না। ৩ - কুরআন পড়েন কিন্তু তা বাস্তবায়ন করেন না। ৪ - আল্লাহর সমস্ত নেয়ামত ভোগ করেন কিন্তু তাঁর প্রতি কৃতজ্ঞতা
প্রকাশ করেন না। ৫ - স্বীকার করেন শয়তান আপনার শত্রু কিন্তু তার বিরুদ্ধাচরণ করেন না। ৬ - জান্নাত পেতে চান কিন্তু তারজন্য আমল করেন না। ৭ - জাহান্নাম
থেকে বাঁচতে চান কিন্তু সেখান থেকে পালানোর চেষ্টা করেন না। ৮ - বিশ্বাস করেন যে প্রতিটি জীবনকে মৃত্যু বরণ করতে হবে কিন্তু তার জন্য নিজে
প্রস্তুত হন না। ৯ - পরনিন্দা ও গীবত করেন কিন্তুনিজের দোষ ত্রুটি ভুলে যান। ১০ - মৃত ব্যক্তিকে দাফন করে আসেন কিন্তু তা থেকে কোন শিক্ষা গ্রহন করেন না। ►কাজেই হে মুসলিম
ভাই বোনেরা!!! আপনার
অন্তর পরীক্ষা করে দেখুন ! =============== ===============
=============== === → পোস্টি লাইক ও কমেন্ট দিতে ভুলবেন নাহ!
No comments:
Post a Comment